সাংবাদিক মামুনের প্রশংসনীয় কাজ, ২২ টি অতিথি পাখি অবমুক্ত।
মোঃ রিমন খান/সরাইল প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের সরাইল প্রতিনিধি মো: আল মামুন খান আজ সকালে শাহজাদাপুর বিল থেকে পাখি শিকারীদের ধাওয়া করে তাদের শিকার করা ২২ টি অতিথি পাখি আটক করে সরাইল উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফুল ইসলাম মৃদুল এর কাছে নিয়ে সেগুলি অবমুক্ত করার ব্যবস্থা করেন।
হেমন্তের শেষে এবং শীতের প্রারম্ভে প্রতি বছর উত্তর মেরু, সাইবেরিয়া, ইউরোপ, এশিয়ার কিছু অন্ঞ্চল এবং হিমালয়ের আশেপাশের এলাকা থেকে শীতের অতিথি পাখি যেমন বালিহাঁস, পাতিহাঁস পানকৌড়ি, জলপিপি, বক, শামুক কণা, সারস, গাঙ কবুতর, হরিয়াল, নারুন্দি, মানিকজোড়া, বনহুর ইত্যাদি এসে থাকে ।
কিন্তু অসাধু পাখি শিকারীরা আইন অমান্য করে এসব পাকি শিকার করে পরিবেশ ও জীব বৈচিত্র্যের মারাত্নক ক্ষতি সাধন করে থাকে । অথচ ১৯৭৪ সালের বণ্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালের বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বলা আছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল এবং এক লাখ টাকা অর্থদণ্ড ।
আবার একই অপরাধের পুনরাবৃত্তি হলে দুই বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানা । কিন্তু এরপরও পাখি শিকারীরা থেমে নেই। কারন স্থানীয় প্রশাসনের তীক্ষ্ণ নজরদারীর অভাব । তাই আইন থাকার পরও সঠিক কার্যকারীতা না থাকায় পাখি ব্যবসায়ীরা উৎসাহী হচ্ছে ।
পরিবেশের উপযুক্ত ভারসাম্য সুরক্ষা এবং আমাদের প্রাকৃতিক জীব বৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে স্থানীয় প্রশাসনকে আরো অধিক তৎপর হতে হবে ।