পারিবারিক কবরস্থানে গণপূর্ত মন্ত্রী আফসার উদ্দিন আহমেদের সমাধিফলক
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর ছোট ভাই, সাবেক গণপূর্ত মন্ত্রী ও এমপি, সাবেক চেয়ারম্যান কাপাসিয়া উপজেলা পরিষদ, ঢাকা বারের সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব এডভোকেট আফছার উদ্দিন আহমদ খান (৮১) মঙ্গলবার রাতে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে স্ত্রী ও ২ছেলে রেখে গেছেন।
বুধবার সকাল ৯.০০ টায় ঢাকার লক্ষিবাজার, ১০.০০ টায় ঢাকার জজকোর্ট এবং তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয় বেলা ১১.০০ টায় সুপ্রিমকোর্টে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া নিজ গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিকাল ৪.৪৮ মিনিটে ৪র্থ নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাধি করা হয়েছে।