তিতসে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন।
মোঃ জুয়েল রানা/তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলায় রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো, গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম এবং খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালিন মুগ উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তা।
এ কর্মসূচির আওতায় উপজেলায় ৯টি ইউনিয়নের ১৭২৫ জন কৃষক কৃষি প্রনোদনার সুবিধা পাবে। এর মধ্যে ৯০ জন কৃষক গম, ৬৫০ জন কৃষক সরিষা, ২০০ জন কৃষক বাদাম, ২৫ জন কৃষক পেঁয়াজ, ৮০ জন কৃষক মসুর, ৮০ জন কৃষক খেসারী, ৪০ জন কৃষক সূর্যমুখী ও ৬৫০ জন কৃষককে ভূট্টা চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার প্রদান করা হবে।