চারঘাট থানার ইউসুফপুর বিওপি কমান্ডার জয়নাল আবেদীন বলেন, মঙ্গলবার রাত সাড়ে নয়টায় পুলিশ সদস্য পাঞ্জাব আলী সাদাপোশাকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ইউসুফপুর বিওপি ক্যাম্পের পাশে তাঁকে থামানো হয়। এ সময় তাঁর কাছে থাকা ব্যাগ থেকে ৪০০টি ইয়াবা বাড়ি জব্দ করা হয়। তাঁকে আটক করে রাতেই চারঘাট থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় বিজিবির নায়েক শফিকুল ইসলাম বাদী হয়ে পাঞ্জাব আলীর নামে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।