আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যের সমন্বয় করছেন জনাব ফাহমী গোলন্দাজ বাবেল।
মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল/ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
মানসিংহের গফরগাঁও উপজেলায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে ও সমন্বয় করছেন জনাব ফাহমী গোলন্দাজ বাবেল এমপি। এরই ধারাবাহিকতায় ৬ নং রাওনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূল এজেন্ডা ছিল আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠনের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া, আমি লীগ সরকার কর্তৃক কৃত উন্নয়ন সমূহ জনসম্মুখে উপস্থাপন করা, ২০০১ সালে বি এন পি- জামাত কর্তৃক জনগনের উপরে নির্যাতন নিপীড়ন ও দুঃশাসন সম্পর্কে আগামী প্রজন্মকে অবহিত করন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বর্তমান সফল চেয়ারম্যান সাহাবুল আলম ও আরো পাঁচজন মনোনিয়ন প্রত্যাশী প্রার্থী মোঃ জয়নাল আবেদীন, উপজেলা কৃষকলীগ সদস্য আঃ জলিল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান সুজন, যুগ্ম আহবায়ক আশরাফ আলী, যুগ্ম আহবায়ক জহিরুল হক তুহিন।