অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি
মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, ইউরোপ বুরো প্রধানঃ প্রবাসের সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব (আয়েবাপিসি’র) দ্বিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই পর্বে অনুষ্ঠিত উক্ত সভার প্রথম পর্বে (রেজিষ্টারকৃত) আয়েবাপিসি এর গঠনতন্ত্র অনুমোদিত এবং সেই সাথে বিগত সেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।
দ্বিতীয় পর্বে ২০২১-২৩ এর দুই বছরের জন্য সংগঠনের বিভিন্ন পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়। সভাপতি পদে নির্বাচিত করা হয় হাবিবুর রহমান হেলাল, (জার্মানী) এবং সাধারন সম্পাদক পদে এসকে এমডি জাকির হোসেন সুমন, (ইতালী)। এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয় এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), যুগ্ম সাধারন সম্পাদক, মোহাম্মদ আল আমীন (ইতালী), কোষাধ্যক্ষ মনির হোসেন (পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক, ফখরুদ্দিন রাজি (স্পেন), ইসমাঈল হোসেন স্বপন- সাংগঠনিক সম্পাদক (ইতালী), মো: আল আমিন, দপ্তর সম্পাদক (ইতালি), প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল আলম জনি (ইতালী), ধর্ম বিষয়ক সম্পাদক, কবির আহমেদ (অষ্ট্রিয়া)।
এছাড়া সংগঠনের সদ্য বিদায়ী এবং প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান মনির’কে (ইতালি) এক নম্বর সদস্য করা হয়। নির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মাহবুবুর রহমান- সদস্য (অষ্ট্রিয়া), কমরেড খন্দকার সদস্য (ইতালী), জহিরুল ইসলাম- সদস্য (গ্রীস)। নবনির্বাচিত কমিটি দ্রুত সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবে।