ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।
সোহেল রানা/বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটঃ জেলার ফকিরহাট উপজেলার বাগেরহাট – খুলনা মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় বিকাশ হালদার (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের কাঁঠালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , নিহত বিকাশ হালদার মোটরসাইকেল যোগে ফকিরহাট উপজেলার কাটাখালির মোড়ের দিকে আসছিলেন। এসময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
নিহত বিকাশ হালদার বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের মনোরঞ্জন হালদারের ছেলে।
কাটাখালী হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।