শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের উন্নয়নের জন্য, গ্রামকে শহরে রূপান্তরে জন্যই মানুষ নৌকায় ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা। নির্বাচনী সভায় বক্তারা কক্সবাজারে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে তুলে ধরেন।
প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ সুনজর রয়েছে বলে এই ইউনিয়নের উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। রাস্তা ঘাটের এবং মানুষের জীবন মানের যে উন্নয়ন হয়েছে তা আওয়ামীলীগ সরকার ক্ষমতায় বলে তা সম্ভব হয়েছে।
জনগণকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে মেয়র মুজিবুর রহমান বলেন, খুরুশকুল হবে আধুনিক ইউনিয়ন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শাহজাহান সিদ্দিকীকে নৌকা মার্কায় ভোট দিবেন। এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, স্বাধীনতার নৌকা, মুক্তিযুদ্ধের নৌকা, উন্নয়নের নৌকা। শেখ হাসিনাই এই নৌকা দিয়েছেন। তাই নৌকাকে বিজয় করুন।
জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনার হাত তুলুন, দলমত নির্বিশেষে আপনারা ১১ নভেম্বর নৌকায় ভোট দিবেন। উপস্থিত জনতা দুই হাত তুলে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সম্মানিত করুন। একটি আধুনিক পরিচ্ছন্ন খুরুশকুল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার কাছে নৌকা মার্কায় ভোট চাই, দোয়া চাই। সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা নৌকা প্রতীকে শাহজাহান সিদ্দিকীকে ভোট দিয়ে চেয়ারম্যান পদে জয়যুক্ত করার আহ্বান জানান।
চেয়ারম্যান প্রার্থী শাহজাহান সিদ্দিকী বলেন, খুরুশকুলের জনগণের জন্য ভাগ্যোউন্নয়নের নির্বাচন। খুরুশকুল ইউনিয়নের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে খুরুশকুলের আপামর জনগণের উৎসবমুখর পরিবেশ। এই নির্বাচন জনতার নিরাপত্তা বিধানের নির্বাচন।
তিনি বলেন, প্রধান মন্ত্রী আশ্রায়ন প্রকল্প করে গৃহহীন মানুষকে আশ্রয় দিয়েছেন, নৌকাকে জয় করা হলে এই এলাকারঅসহায় গৃহহীন মানুষগুলোর জন্যও পাকা দালানের আশ্রয়ন প্রকল্পের ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, নৌকা ছাড়া অন্য কাউকে ভোট দিলে আগামী ৫ বছর এলাকার কোন উন্নয়ন হবে না। জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হবে না।
নৌকায় ভোট দিয়ে আমাকে জয় করা হলে আগামী ৫ বছরে, আমি এই খুরুশকুলে ১৫ বছর কাজ এগিয়ে নিয়ে যাবো ইনশে আল্লাহ।
আমার বাবা আবু বক্কর চেয়ারম্যান আপনাদের ভোটে তিন বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আপনাদের সেবা করে গেছেন। আমার বাবার মতো আমিও আপনাদের সেবা করার জন্য, নিরাপত্তা দেয়ার জন্য নৌকা প্রতীক নিয়ে আপনাদের কাছে এসেছি। সকলের সমর্থন, দোয়া ও ভালোবাসা এবং নৌকায় ভোটের মাধ্যমে আমি জয়ী হবো ইনশে আল্লাহ।
এলাকার সংখ্যালঘু সম্প্রদায়কে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানিয়ে শাহজাহান সিদ্দিকী বলেন, আমার একবিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কোন ক্ষতি হতে দেবনা। আপনারা সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন, নির্ভয়ে নৌকায় ভোট দেবেন।
এলাকার উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। নৌকার বিজয় হলে খুরুশকুলবাসী সম্মানীত হবেন। উন্নয়নের অংশীদার হবেন।