কুবির অদ্ভুত ব্যায়ামাগার, খোলা থাকবে অফিস সময়ে।
রকিবুল হাসান/কুবি প্রতিনিধিঃ
অফিস সময়ে খোলা থাকবে এমন নোটিশ টাঙ্গিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শারীরিক শিক্ষা বিভাগের আওয়াধীন ব্যায়ামাগারের দরজায় ঝুলিয়ে রাখা হয়েছে তালা। ফলে ব্যায়ামাগার ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় অবস্থিত ব্যায়ামাগারের দরজায় তালা ঝুলানো এবং কিছু সারঞ্জাম কক্ষের বাহিরে পড়ে রয়েছে। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ব্যাবহার করা যাবে এমন নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হলেও অফিস টাইমে বন্ধ রয়েছে ব্যায়ামাগারটি। শরীর চর্চা করতে গিয়ে ফিরে আসতে হচ্ছে শিক্ষার্থীদের।
ব্যায়ামাগার খুলে দেওয়া প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন পর আমরা আবারো শরীর চর্চা করার সুযোগ পেয়েছি৷ কিন্তু ব্যায়ামাগারটি বন্ধ থাকার কারনে আমাদের ফিরে যেতে হচ্ছে। তাই আমাদের দাবি ব্যায়ামাগারটি যেন ২৪ ঘন্টা খুলে দেওয়া হয়।
অফিস সময়েও কক্ষটি বন্ধ থাকে এমন প্রশ্নের উত্তরে বর্তমানে ব্যায়ামাগারটির দায়িত্বে থাকা শারিরীক শিক্ষা বিভাগের অফিস সহায়ক সুমন চক্রবর্তী বলেন, যদি কেউ ব্যায়াম করতে চায় তাহলে দরজায় টাঙ্গানো নোটিশে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা এটা খুলে দিব। আপাতত শুধু অফিস সময়ে খোলা রাখা হবে । পরবর্তীতে আহ্বায়ক, পরিচালক ওনাদের সাথে মিটিং করে সবসময়ের জন্য খুলে রাখতে পারবো।
শারিরীক শিক্ষা বিভাগের উপপরিচালক মনিরুল ইসলাম বলেন, ব্যায়ামাগারটি আপাতত অফিস সময়ে খোলা রাখা হবে। পরবর্তীতে প্রশাসনের নির্দেশনা পেলে আমরা এটা খুলে দিব। তিনি আরোও বলেন, কিভাবে এটা সকাল ০৭ টা থেকে ০৮ টা পর্যন্ত খুলে রাখা যায় সেবিষয়ে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব।
ব্যায়ামাগার কবে খুলে দেওয়া হবে এমন প্রশ্নের উত্তরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, অফিস সময় বাদ দিয়ে অতিরিক্ত সময়ে যেন খুলে রাখতে পারি সেজন্য একজন পিয়নকে অতিরিক্ত ভাতা প্রদান করে ব্যায়ামাগারের সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্ব দিব। আমরা শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালকের সাথে কথা বলে দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করবো।