কুষ্টিয়ায় পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।
নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের এক গৃহবধূ সাদিয়া খাতুন (২৪) এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। পাঁচ শিশুর মধ্যে একটি ছেলে ও চারটি মেয়ে।
মঙ্গলবার (২ নভেম্বর) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নরমালভাবেই এ পাঁচ সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।
ওই নারী মঙ্গলবার (২ নভেম্বর) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নরমালভাবেই এ পাঁচ সন্তান প্রসব করেন । ওই গৃহবধূ এবারই প্রথম সন্তান জন্ম দিলেন। বর্তমানে পাঁচ সন্তানের মা সাদিয়া খাতুন সুস্থ রয়েছেন। তবে বাচ্চাগুলোর ওজন কম হওয়ায় তারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পাঁচ সন্তানের বাবা সোহেল রানা জানান, সোমবার (১ নভেম্বর) রাতে সাদিয়াকে হাসপাতালে নিয়ে আসি। পরে সকালে সে পাঁচটি সন্তান প্রসব করে। তবে গর্ভ ধারণের ৬ মাসের মাথায় এ সন্তানদের জন্ম হলো। যার কারণে এদের ওজন কম।
এদিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম বলেন, এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম একটা বিরল ঘটনা। শিশুগুলোর ওজন এবং শারিরিক পূর্ণতা আসেনি। তাদের ওজন ৫শ থেকে ৬শ গ্রামের মধ্যে। তাদের স্বাস্থ্যঝুঁকি থাকায় আমরা চেষ্টা করছি সুস্থ রাখতে। বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি রয়েছে। ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য আমরা তাদের কে পরামর্শ দিয়েছি। ওদের মা সুস্থ আছেন।