মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ আহত ৩।
এস কে সুমন মাহমুদ/মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জ আরিচা মহাসড়কে তাড়াসিমা এ্যাপারেলস্ লিমিটেড এর সামনে এক ভয়াবহ দুর্ঘটনায় আহত-৩, এক জনের অবস্থা আশঙ্কাজনক, ৩ জনকে মানিকগঞ্জ সদর হসপিটালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকাল ৮টার মানিকগঞ্জ-আরিচা মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
যানা গেছে, মোটরসাইকেল থাকা ৩ জন আরিচা থেকে সাটুরিয়া রায়জিন মিলে কর্মক্ষেত্রে যাচ্ছিল। নয়াডিঙ্গি তারাসীমা অ্যাপারেলস লিমিটেড এর সামনে আসলে ট্যাক কে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় দিকে প্রত্যক্ষদর্শী। আরো জানা যায় ঔ মটরসাইকেল আরোহী একজেনর পা ভেঙে যায়।