বেড়ায় রঞ্জনকে জনতার বিশাল গণসংবর্ধনা।
বাকী বিল্লাহ/ (সাঁথিয়া-বেড়া) পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়া কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্য-নির্বাহী কমিটির সদস্য আশিফ শামস্ রঞ্জনকে গণসংবর্ধনা জানিয়েছে বেড়া-সাঁথিয়ার আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ”।
“বুধবার (২৭ অক্টোবর) সকাল এগারোটার সময় সংবর্ধনা জানাতে কাজিরহাট ফেরিঘাট এলাকায় হাজার হাজার জনতা মোটরসাইকেল যোগে উপস্থিত হয়”।
“আসিফ শামস্ রঞ্জন সাঁথিয়া-বেড়া পাবনা-১ আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপির ছেলে”।
“নেতা আসবে বলে আগাম প্রস্তুতি নিয়ে দীর্ঘ প্রতিক্ষায় জনতা। মানিকগঞ্জের আরিচা ঘাট পার হয়ে পাবনার কাজিরহাট ফেরিঘাট পৌছান যুব-সমাজের মধ্যমণি রঞ্জন”।
“নেতাকে কাছে পেয়ে ফেরিঘাট এলাকায় এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। জানানো হয় ফুলেল শুভেচছা উষ্ণ ভালোবাসা। নেতা নিজেও হাত তুলে ভক্তদের আদুরে ভালবাসা সানন্দে গ্রহণ করেন তারপর গাড়ি করে বেড়ার উদ্দেশ্যে রওনা হন”।
“কাজিরহাট থেকে কাশিনাথপুর পার হয়ে বেড়ায় এসে পৌছান। আগে থেকেই তৈরি করে রাখা সংবর্ধনা মঞ্চে উঠেন তিনি। এখানেও হাজার হাজার জনতার ঢল। করতালি আর স্লোগানে মুখর পরিবেশ। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি”।
“বক্তব্যে নভেম্বরের ২৮ তারিখ বেড়া পৌরসভা নির্বাচনে সবাইকে স্বতস্ফূর্তভাবে নির্ভয়ে নির্দিধায় কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য আহবান জানানো হয়। বেড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ায় দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানায় আসিফ শামস্ রঞ্জন”।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলমগীর হোসেন, সহ-সভাপতি সাঁথিয়া উপজেলা আওয়ামিলীগ। সরদার আবু সাঈদ, সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাঁথিয়া উপজেলা যুবলীগ। মিজানুর রহমান উকিল, সাধারণ সম্পাদক সাঁথিয়া উপজেলা যুবলীগ”।
“আবু দাউদ নান্নু, সাবেক সাধারণ সম্পাদক করমজা ইউনিয়ন আওয়ামিলীগ। আব্দুল কদ্দুস প্রামাণিক, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক করমজা ইউনিয়ন আওয়ামিলীগ”।
“নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বেড়া পৌর আওয়ামিলীগ। মোহাম্মদ রমজান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক বেড়া উপজেলা আওয়ামীলিগ। আব্দুস সবুর মানিক সাংগঠনিক সম্পাদক বেড়া উপজেলা আওয়ামীলিগ। মোহাম্মদ ময়ছার আলী বেড়া উপজেলা যুবলীগ”।
“সাঁথিয়া-বেড়ার উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বেড়া পৌর আওয়ামিলীগ”।