বিএসওএ-আহ্ছানিয়া মিশনের মতবিনিময় সভা
বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স এসোসিয়েশন (বিএসওএ)-এর নেতৃবৃন্দের সঙ্গে আজ ২৭ অক্টোবর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর মহাখালীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ রহিম, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস বাংলাদেশের গ্র্যান্টস ম্যানেজার আবদুস সালাম মিয়া, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক মোঃ মোখলেছুর রহমান, তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম, মিডিয়া ম্যানেজার রেজাউর রহমান রিজভী, প্রোগ্রাম অফিসার শারমীন আক্তার রিনি, অদূত রহমান ইমন প্রমুখ।