গাজীপুরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বিষযক প্রশিক্ষণ প্রদান
গাজীপুরে বন্যপ্রাণী সংরক্ষণ, ব্যবস্থাপনা আইন ও বিধিমালা বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
করোনা কালীন সময়ের পরে আবারও বন অধিদপ্তরের প্রশিক্ষণ ও গবেষণামূলক প্রতিষ্ঠান শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টার, গাজীপুরে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় ১৭ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ১০ দিন ব্যপী বন্যপ্রাণী ব্যবস্থাপনা সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের (প্রশাসনিক অনুবিভাগ) অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুন । প্রশিক্ষণে বাংলাদেশের বন্যপ্রাণীর ব্যবস্থাপনা ও বন্যপ্রাণীর আবাসস্থল ব্যবস্থাপনা, বন্যপ্রাণীর রোগ, বন্যপ্রাণী সংশ্লিষ্ট অপরাধ ও অপরাধ দমনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ভূমিকা, বন্যপ্রাণী সংশ্লিষ্ট আইন ও বিভিন্ন বিধিমালা বিষয়ে বন ও বন্যপ্রাণী বিষয়ক বিশেষজ্ঞগন প্রশিক্ষণ প্রদান করেন। বন বিভাগের সাথে সম্পর্কিত ৩০ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণ আওতায় সাতছড়ি জাতীয় উদ্যান, হবিগঞ্জে এক দিনের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কোর্সটির সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোল্লা রেজাউল করিম, বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমরান আহমেদ, বন সংরক্ষক ও পরিচালক, শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টার, গাজীপুর। উক্ত প্রশিক্ষণের সার্বিক তত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন মো. আজিজার রহমান, ইকোলজিস্ট ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টার, গাজীপুর।