মোঃ গোলাম আযম সরকার (পীরগাছা) রংপুরঃ
রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদে আসন্ন ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আমির উদ্দিন সোমবার সারাদির নির্বাচনী প্রচারনা চালান। এ সময় তার সঙ্গে ছিলেন চরমোনাই পীরের মুরিদ সহ তার সমর্থকরা।
এসময় তিনি বলেন, এলাকায় আমি ব্যাপক সামাজিক কাজ করেছি। নির্বাচনে জয়লাভ করে এই ইউনিয়নের জনগণের সেবা করতে চাই। তিনি বলেন , আমি জয়ী হলে গোটা কান্দি ইউনিয়নের সকল রাস্তা ঘাট সংস্কার করে উন্নতমানের রাস্তা তৈরি করবো। দরিদ ্রজনগোষ্টির উন্নয়নের জন্য কাজ করবো। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উনয়ন করবো। সকল শিশুকে শিক্ষার আওতায় আনবো।