জাকির হোসেন মোল্লাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় চড়াইখোলা ইউনিয়নবাসী।
স্বপ্না আক্তার/নীলফামারী:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের মাঝে উৎসবের আমেজ থমথমে বিরাজ করছে। হাটবাজারে জমেছে চায়ের আড্ডা। ইউনিয়ন পরিষদের অলিতে গলিতে চলছে ভোটের গুঞ্জন। এই তো আর কদিন বাদেই নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন। মাঠ ঘুরে দেখা গেছে, এবারে নির্বাচনে জাকির হোসেন মোল্লাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। পিলার বাজারের রহিদুল ইসলাম বলেন, আমাদের বিপদে আপদে সব সময় পাশে থাকেন জাকির হোসেন মোল্লা। আমরা চাই এবারে তাকেই নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দিবো। আর সে নির্বাচিত হলেই এলাকার উন্নয়ন হবে।
বন্দর বাজারের শহিদুল ইসলাম বলেন, জাকির হোসেন মোল্লার দাদা আর চাচা পূর্বে চেয়ারম্যান ছিলো। তারা সবসময়ই জনগণের উপকার করেছে। আমরা চাই সেও চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের উপকারে আসবে।
বটতলী বাজারের রজব আলী জুয়েল বলেন, আমরা যে রকম একজন নেতাকেই খুঁজছিলাম। এবারের নির্বাচনে এরকম একজন নেতা পেয়েছি। আমরা চাই এবারের নির্বাচনে জাকির হোসেন মোল্লা চেয়াম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে।
জাকির হোসেন মোল্লার সাথে কথা হলে তিনি বলেন, আমি জনগণের পাশেই যে কোন বিপদে আপদে ছুটে যাই। একজনের উপকার করলে মনে অনেক তৃপ্তি পাই। আর জনগণের জন্যই নির্বাচনে আসা। ভোটের ময়দানে ভালোয় সমর্থন পাচ্ছি। আর আমি নির্বাচিত হলেই সমাজ সেবা করে বাকি জীবণটা কাটাবো।