বাংলাদেশ যুব মহিলা লীগ রংপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ রবিবার (২৪/১০/২০২১) সকাল ১১টায় রংপুর চেম্বার অব কমার্স কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন,বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন,বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সারমিন জাহান মেরী। আমন্ত্রিত অতিথি ছিলেন,রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ রেজাউল করিম রেজা। রংপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. ফেরদৌসী রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য সাইকা জাহান রিপা,নাসিমা আক্তার হ্যাপি। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ,যুব মহিলা লীগ ও অন্যান্য অঙ্গ,সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।