পাবনায় রঞ্জু,ইকবাল,আলম,জহুরুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মুনিম শাহারিয়ার কাব্য:
পাবনায় গত ২৩ই আগস্ট শনিবার রাত ৮ ঘটিকায় কৃষ্ণপুর মক্তব প্রাঙ্গণে কৃষ্ণপুর বয়েজ ক্লাবের উদ্যোগে- রঞ্জু,ইকবাল,আলম,জহুরুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর এর সংসদ সদস্য জনাব গোলাম ফারুক প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান এবং সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র এবং জেলা যুবলীগ এর সাবেক সভাপতি জনাব শরীফ উদ্দিন প্রধান।এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন,জেলা আওয়ামী লীগের নেতা সরদার মিঠু আহমেদ, পৌর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এম আর খান মামুন, এছাড়া স্থানীয় ছাত্রলীগের সদস্য যেমন- আকাশ মালিথা, নাইম খান,রিংকু,চমন খান,রাহাত হোসেন পল্লব,খাইরুল ইসলাম রিশাদ,আদিমুন নাজির শোভন, আরশ মালিথা, সহ অনেকে উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা এবং পাবনা জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং সাবেক কাউন্সিল জনাব রেজাউল করিম রেজা।
অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়।
খেলা শুরুর প্রথমেই কৃষ্ণপুর এর কৃতিসন্তান মরহুম জুবায়ের চৌধুরী এর স্মরণে জার্সি উন্মোচন করা হয়।