সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী পথচারি নিহত।
বাকী বিল্লাহ/(সাঁথিয়া-বেড়া) পাবনা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল আটটার দিকে ধুলাউড়ি ডেমরা লক্ষীপুর ব্রীজের কাছে এঘটনা ঘটে”।
“থানা পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা যায়, সকাল আটটার দিকে রাস্তায় হাটতে বের হন রানী খাতুন (৩৬) নামের এক নারী। হাটা শেষ হলে স্থানীয় বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন তিনি”।
“রানী খাতুন ধুলাউড়ি ডেমরা লক্ষীপুর ব্রীজের কাছে পৌছালে পেছন দিক থেকে আসা একটি নসিমন (ইন্জিন চালিত যান) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে করে রানী খাতুন মারাত্মক ভাবে আহত হন”।
“মুমূর্ষু অবস্থায় রাণীকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন”।
“নিহত রানী উপজেলার বিলচাপড়ী গ্রামের আব্দুল বারির স্ত্রী। এঘটনায় নসিমন চালক রানাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা”।
“সাঁথিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রানী সকালে হাটতে গেলে পেছন দিক থেকে আসা একটি নসিমন তাকে ধাক্কা দেয় এবং তার মৃত্যু হয়। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে”।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নসিমন চালককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।