সকল জল্পনা কল্পনার অবসান কাটিয়ে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে নৌকার মনোয়ন পেলেন মাসুম ভূঁইয়া।
নাজিম উদ্দিন রানাঃ
আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন সংক্রান্ত চিঠি মনোনীত প্রার্থী বরাবর হস্তান্তর করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম ফারুক পিংকু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা আওয়ামীলীগ সূত্র জানাযায়, বৃহস্পতিবার রাতে মাসুম ভূঁইয়াকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এদিন বিকাল ৪টায় গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্রে জানাযায় লক্ষ্মীপুর পৌর সভার মেয়র পদের জন্য দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের ১২ জন নেতাকর্মী মনোনয়নপত্র কিনেছেন।