অনেকের ধারনা আমরা যারা যারা হযরত মুহাম্মদ (সাঃ) এর অনুসারী তাদের কাছে শুধুমাত্র পবিত্র স্থান পবিত্র কাবা ঘর।
প্রকৃত ব্যাপার হলো তা কিন্তু নয়,হযরত মুহাম্মদ (সাঃ)জন্ম গ্রহণ করার আগে থেকেই এই কাবা ঘরটি অনেকের কাছে পবিত্র একটি স্থান হিসেবে পরিচিত ছিল।এই কারনে প্রতিবছর এখানে ইবাদত করার জন্য মানুষ আসতো। এমনকি মুশরিকরাও এখানে ইবাদত করতো। যদিও নিয়ম একটু পার্থ্যক ছিল।
বর্তমান সময়ে এসে যদি কোন মুশরিক কাবাঘরকে অপমান করতে সাহস দেখান,তাহলে ধরে দিতে হবে তিনি প্রকৃত পক্ষে ইতিহাস পড়েন নি। তাকে সর্ব প্রর্থম হযরত মুহাম্মদ (সাঃ) জম্ম গ্রহণ করার আগের ইতিহাস গুলো অধ্যায়ন করার ব্যবস্থা গ্রহণ করার জরুরি বলে আমি মনে করি।