গাজীপুরে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মহানবী (সা.)’ শীর্ষক আলোচনা
বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জন্ম ও ওফাত (মৃত্যু) দিবস তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৩ উদযাপন উপলক্ষে গাজীপুরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মহানবী (সা.)’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন- গাজীপুুুর জেলা কার্যাালয়ের আয়়োজনে বুুুধবার (২০ অক্টোবর) সকালের এ অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস. এম তরিকুল ইসলাম। ফাউন্ডেশনের মিলনায়তনে জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবদুল্লাহ আল মাসুুুদের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী মো.কামরুল ইসলাম নোমানী। বিশেষ আলোচক ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মো. আবু বকর সিদ্দীক ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আকতার হোসেন গাজীপুরী।
প্রধান আলোচক বলেন, মহানবী (সা.) এর আদর্শ ও শিক্ষাই কেবল বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম-এর কোন বিকল্প নেই। আলোচনা শেষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশের মধ্যে শান্তি-সম্প্রীতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে গাজীপুর মহানগরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ,মাদ্রাসার মুহতামিম, ছাত্রসহ বিপুলসংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন।