মাদারীপুরের রাজৈর উপজেলায় এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
আজ ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭ তম জন্মদিন।
শেখ রাসেল-দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও শিশু রাসেল স্মরণে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগীতা। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শেখ ফজরুল হক বাবুল, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা মস্তফা, উপজেলা প্রকৌশলী কাজী মাহাবুদুল্লাহ, রাজৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোনাসিফ ফরাজি সজিব, সাংবাদিক মোঃ আমানুল্লাহ ফকির, প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সূধী বৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।