কমলনগরে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত।
এ আই তারেক,কমলনগর(লক্ষ্মীপুর) :বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন কমলনগর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত। ১৭অক্টোম্বর রবিবার বাদ মাগরিব কমলনগর মর্ডাণ হাসপাতালে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপকূল ল্যাবের চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডাঃ কামালুর রহিম সমর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল হুদা, সাধারন সম্পাদক আবদুর রহমান তুহিন, সহ সাধারণ সম্পাদক মোঃ রাজু হাসান,প্রচার সম্পাদক মামুনুর রাশিদ,রামগতি শাখার সভাপতি জুবায়ের খন্দকার প্রমুখ। আলোচনা শেষে এক আনন্দগন পরিবেশে গোপন ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয় কমলনগর ডিজিটাল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসাইন বিপ্লব, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় কমলনগর মর্ডাণ হাসপাতালের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় হায়াত মেডিকেলর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেন। এ কমিটি আগামী দুই বছর উক্ত সংগঠনের নেতৃত্ব দিবে।