মহম্মদপুরে শতবর্ষী নৌকাবাইচ প্রতিযোগিতা
উপভোগে লাখো মানুষের ঢল।
এস এম আজগার আলী, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :
লাখো দর্শকের আনন্দ উল্লাসের মধ্যদিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ঝামা বাজার সংলগ্ন মধুমতি নদীতে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, সহকারী কমিশনার (ভূমি) মো. দবির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, মহম্মদপুর থানার ওসি মো. নাসির উদ্দিন ও পলাশবাড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান এম রেজাউল করিম চুন্নু প্রমূখ।
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা প্রতি বছর দূর্গাপূজার দশমির পরের দিন অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতা শুরুর আগ মুহূর্তে মধুমতি নদীর দুই পাড়ে নামে দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সি লাখো মানুষের ঢল। বিভিন্ন এলাকা থেকে আসা ১০টি নৌকার অংশগ্রহনে বাইচ শুরু হলে উল্লাসে মেতে উঠে নদী পাড়ের লাখো দর্শক।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।