প্রবীন নির্মাতা আবদুস সামাদ খোকন পরিচালিত সিনেমাটির নাম ‘শ্রাবণ জোৎস্নায়’। অনুদানের সিনেমা হলেও এই সিনেমার প্রযোজক তামান্না সুলতানা। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এই ছবিতে দীঘির বিপরীতে নায়ক খুঁজছেন নির্মাতা!এরইমধ্যে দীঘি ছাড়াও ‘শ্রাবণ জোৎস্নায়’ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশার সহ অনেকে। সিনেমাটির সংগীত বিভাগ নিয়েও কাজ গুছিয়ে ফেলেছেন বলে জানান ‘শিরি ফরহাদ’ খ্যাত এই নির্মাতা।
ইভেন্ট প্লাস নিবেদিত আব্দুস সামাদ খোকন পরিচালিত, ইমদাদুল হক মিলনের গল্প অবলম্বনে “শ্রাবণ জোৎস্নায়” সরকারি অনুদানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুভক্ষণে দিঘিকে মিস্টি খাইয়ে দিলেন প্রযোজক তামান্না সুলতানা।