মুরাদনগর গোলক রায়ের বাড়ীর দুর্গা প্রতিমা … বাংলাদেশ প্রতিবেদন।
প্রিয়ন্ত মজুমদার, কুমিল্লা ব্যুরোঃ
‘ঢাকের পিঠে পরলো কাঠি, পুজো হবে জমজমাটি’
শরতে কাশের ধবধবে সাদা সৌন্দর্যের মধ্যে দিয়ে মুরাদনগরের দুইটি থানার ২২টি ইউনিয়নের ১৪৫টি পুজো মন্ডপে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে অষ্টমীর আনুষ্ঠানিকতা। ভক্তদের আগমনে মুখরিত রয়েছে প্রতিটি পূজা মন্ডপ। সকলের মাঝে বিরাজ করছে শারদীয় দুর্গোৎসবের আমেজ।
অষ্টমীর সকালে অবিবাহিত কুমারী মেয়েকে মাতৃরূপে(দেবী দুর্গার প্রতীক)পূজার রীতি থাকলেও মুরাদনগরের কোথাও হচ্ছে না কুমারী পূজা। ভক্তরা উপবাস ব্রত পালন করে মায়ের নিকট পুষ্পাঞ্জলী অর্পন করবেন। প্রাতঃকাল থেকে দমকা হাওয়া সহ বৃষ্টির কারণে বেশকিছু পূজামণ্ডপে ভক্তদের আগমন খুবই কম।
অষ্টমীর সন্ধ্যায় সন্ধি পূজা হবার কারণে ভক্তরা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি মুরাদনগরে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে পুজোর আনুষ্ঠানিকতা।
পুজো মন্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রতিনিয়ত টহল অব্যাহত রয়েছে।