বাংলাদেশ সাফের ফাইনালে যেতে পারল না
নেপালের বিপক্ষে ম্যাচটি জিততেই হতো। ৯ মিনিটে সুমন রেজার গোলে বাংলাদেশ সে পথে এগিয়েও গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশকে ফাইনালে উঠতে দিল না। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচটি ১–১ গোলে সমতায় রেখে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে নেপাল।
দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে দলের সেরা পারফরমার গোলকিপার আনিসুর রহমান উইঙ্গার রাকিব হোসেনের ভুলের খেসারত দেন। খেসারত দেয় বাংলাদেশ দলই। রাকিবের মিস পাস কভার করতে গিয়ে ডি বক্সের বাইরে দুর্ভাগ্যবশত বল তাঁর হাতে লাগলে লাল কার্ড দেখতে হয় তাঁকে।
১০ জনের দল নিয়ে তাও লড়াই করেছে বাংলাদেশ। তবে ৮৬ মিনিটে রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে যায় নেপাল। ডি বক্সের ওপর ভেসে আসা বলে নেপালি ফরোয়ার্ডকে পুশ করেছিলেন সাদউদ্দিন। কিন্তু সেটি ফাউল ছিল কিনা, সেটি নিয়েই বিতর্ক। পেনাল্টি থেকে গোল করেন অঞ্জন বিষ্টা।