আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার সর্বোচ্চ প্রাইজমানি ১.৬ মিলিয়ন ডলার, যা পাবে বিশ্বচ্যাম্পিয়ন দল।
স্বভাবতই এই অর্থ পাবে বিশ্বকাপের শিরোপাজয়ী দল। বাংলাদেশি মুদ্রায় বিশ্বচ্যাম্পিয়নদের পুরস্কারের মূল্য ১৩ কোটি টাকারও বেশি। এছাড়া রানার আপ দল পাবে ৮ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি টাকার সমান।
সেমিফাইনালে উঠলেই দলগুলো পাবে তিন কোটিরও বেশি টাকা বা ৪ লাখ ডলার। এই অর্থের পুরস্কার বরাদ্দ থাকবে সেমিফাইনালের পরাজিত দুই দলের জন্য।
এছাড়া সুপার টুয়েলভে প্রতি ম্যাচের বিজয়ী দল পাবে ৪০ হাজার ডলার করে, যা প্রায় ৩৪ লাখ টাকার সমান। অর্থ পাবে ভালো করতে না পারা দলগুলোও। সুপার টুয়েলভ থেকে বাদ পড়া দল ৮০ হাজার ডলার ও প্রথম পর্ব থেকে বাদ পড়া দল ৪০ হাজার ডলার করে পাবে।
সব মিলিয়ে ১৬টি দলের প্রাইজমানি মোট প্রায় ৪৮ কোটি টাকা বা ৫.৬ মিলিয়ন ডলার।
একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি
চ্যাম্পিয়ন দল – ১.৬ মিলিয়ন ডলার (১৩ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৪৪০ )
রানারআপ দল – ৮ লাখ ডলার (৬ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৭২০)
সেমি ফাইনালে পরাজিত প্রতিটি দল – ৪ লাখ ডলার (৩ কোটি ৪২ লাখ ৭ হাজার ৩৬০)
সুপার টুয়েলভে প্রতি ম্যাচের বিজয়ী দল – ৪০ হাজার ডলার (৩৪ লাখ ২০ হাজার ৭৩৬)
সুপার টুয়েলভ থেকে বাদ পড়া প্রতিটি দল – ৭০ হাজার ডলার (৫৯ লাখ ৮৬ হাজার টাকা)
প্রথম পর্ব থেকে বাদ পড়া প্রতিটি দল – ৪০ হাজার ডলার (৩৪ লাখ ২০ হাজার টাকা)
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।