হাবিব-উন-নবী খান সোহেলের মায়ের মৃত্যুতে জাতীয় মানবাধিকার সমিতির শোক।
হাবিব-উন-নবী খান সোহেল ভাইয়ের রত্নাগর্ভা মমতাময়ী মা বেগম আক্তার বানু আর নেই( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা শারিরীক জটিলতায় ভূগছিলেন।
তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
তিনি তিন ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম জানাযা আজ রাত ৯:৩০টায় হলি ফ্যামিলি হাসপাতালে এবং দ্বিতীয় জানাযা আগামীকাল রংপুরে অনুষ্ঠিত হবে।
নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।