স্থানীয় সরকার নির্বাচনে সিংহশ্রীতে চেয়ারম্যান পদে নৌকা প্রত্যাশী মহর আলী প্রধান
আগামি ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার ৮৪৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন। গেল বুধবার, ২৯ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনী ইশতিহার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়। প্রকাশিত তালিকার আওতাভুক্ত ইউনিয়ন পরিষদ গুলোরতে প্রার্থীদের দৌড়ঝাঁপ। মেম্বার পদপ্রার্থীরা দোয়া ও সমর্থন প্রত্যাশায় পা রাখছেন ভোটারদের দোয়ারে দোয়ারে। চেয়ারম্যান পদপ্রার্থীরা দলীয় প্রতীক নৌকা প্রত্যাশী হয়ে তাকিয়ে আছেন হাই কমান্ডের সিদ্ধান্তের দিকে।
আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১ নং সিংহশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহর আলী প্রধান।
মোঃ মহর আলী প্রধান ছাত্রলীগ থেকে তার রাজনীতির শুরু হয়। ইউনিয়ন যুবলীগেও তিনি অত্যন্ত সুনামের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়ীত্ব পালণ করছেন। ইউনিয়নের গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসুস্থদের জন্য ঔষধ, অসহায়দের জন্য খাদ্য সামগ্রী ও করোনাকালীন সময়ে দলের পাশাপাশি নিজস্ব ত্রাণ সহায়তা মানুষের কাছে পৌছে দিয়েছেন।
মহর আলী বলেন, আমার এলাকার মানুষের দোয়া ও সমর্থন নিয়েই আমি ১ নং সিংহশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে নৌকা প্রত্যাশী হয়েছি। আমি বিগত দিনেও দলের জন্য কাজ করেছি, দল যদি আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয় তাহলে আগামিতে আরও বেশি কাজ করতে পারবো । মানুষের সমর্থন, ভোট ও দোয়ায় মহান আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে সবসময় আমি মানুষের সেবা করে যাব ইনশা-আল্লাহ্। আমি আগে থেকেই মানুষের সেবা করে আসছি, ভবিষ্যতেও করে যাবো।