শ্রীপুরে ব্যবসায়ী হত্যাকান্ডের চার্জশীট আদালতে
গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার আওতাধীন লিচুবাগান এলাকায় মোখলেছুর রহমান কে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মামলা রুজুর মাত্র ২৭ ঘন্টা সময় ব্যবধানে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
গত ‘২৮ জুলাই’ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মাষ্টারবাড়ি লিচুবাগান এলাকার ব্যবসায়ী মোখলেছুর রহমানকে (৩২) ছুরিকাঘাতে গলা কেটে হত্যা করা হয়। ওইদিন রাত ৯টা ১০মিনিটে মামলা রুজু করা হয়। পরদিন রাত সাড়ে ১০টার দিকে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় বলে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরও জানান, ওইদিন নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। একমাত্র অভিযুক্ত ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈহাটি গ্রামের শামসুল হকের ছেলে গ্রেপ্তারকৃত রুবেল (৩০) ঘটনার দিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই মফিজ মল্লিক জানান, ঘটনার দিন রাতে নিহতের স্ত্রী সুরভী আক্তার বাদী হয়ে থানায় হত্যার অভিযোগ করেন। বুধবার রাত ৯টা ১০ মিনিটে বাদীর অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রুজু করা হয়। মামলা রুজুর প্রায় ২৭ ঘন্টা পর অর্থাৎ বৃহষ্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টায় ছিনতাইকৃত তিনটি মুঠোফোন, নগদ ১ হাজার ১১৭ টাকা, হত্যাকান্ডে ব্যবহৃত চাকু, ১৬৪ ধারায় অভিযুক্তের জবানবন্দি রেকর্ডসহ বিজ্ঞ আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হয়।
প্রসঙ্গত, ২৮ জুলাই বুধবার লিচুবাগান এলাকায় ঘটে যাওয়া ঘটনায় অভিযুক্ত রুবেল তিনদিন না খাওয়ার কথা বলে ওই ব্যবসায়ীর দোকানে প্রবেশ করে। হঠাৎ করে ব্যবসায়ীর টাকার বাক্স থেকে টাকা হাতিয়ে নিতে থাকে। এসময় তাদে বাধা দিলে ব্যবসায়ীর গলায় ছুরিকাঘাত করে ঘতক রুবেল। এতে ঘটানাস্থলেই ব্যবসায়ী নিহত হন। পরে রক্তমাখা শার্ট পড়ে দোকান থেকে বের হলে স্থানীয়রা অভিযুক্ত রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।