পীরগাছা থেকে ঢাকায় যাচ্ছে মাই গার্মেন্টস কর্মী।
মো:গোলাম আযম সরকার(পীরগাছা) রংপুরঃ
রংপুরের পীরগাছা উপজেলার থেকে মাইক্রোযোগে ঢাকা যাচ্ছেন গার্মেন্টস কর্মীরা।
গার্মেন্টস কর্মীরা জানান, চাকুরি করতে হলে কর্মস্থলে যেতে হবে, চাকুরী না করলে খাব কি? আতœীয় স্বজনদেরকে দিব কি? এই কারনে নিজ কর্মস্থলে যেতে হচ্ছে।
তারা বলেন এখন ঢাকায় যেতে হলে মাইক্রো এবং পিক-আপ ছাড়া পীরগাছা থেকে যাওয়ার কোন যান বহন নেই, এই কারনে অধিকাংশ গার্মেন্টস কর্মী মাইক্রোযোগে ঢাকা যাচ্ছেন।
গার্মেন্টস কর্মী সার্থী বলেন, আমরা চার জন মাইক্রোযোগে ঢাকায় যাব এ জন্য আমাদেরকে দিতে ছয় হাজার চারশত টাকা।
জানাগেছে, গার্মেন্টস কর্মীদের কাছ থেকে মাইক্রো চালকরা একেক জনের কাছে একেক ধরনের দাম নিচ্ছেন , কারোও কছ থেকে দুই হাজার টাকা, কারোও কাছ থেকে আঠার শ টাকা, কারোও কাছ থেকে দেড় হাজার টাকা। অনেকেই আবার রংপুরের মর্ডান মোড় গিয়ে মাইক্রো বাসে উঠে ঢাকায় যাচ্ছেন।
দাম বেশি করে নেওয়ার কারন সম্পর্কে জানাগেছে, ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে মাইক্রো চালকদেরকে দিতে হয় টাকা। এই কারনে যাত্রীদের কাছ থেকে বেশি করে ভাড়া নিচ্ছেন মাইক্রো চালকরা।