আগামীকাল থেকে রপ্তানিমুখী শিল্প ও কল-কারখানা চালু
বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যে ‘কঠোর লকডাউন’ চলমান রয়েছে, আগামী সপ্তাহ থেকে রপ্তানিমুখী শিল্প ও কল-কারখানাকে তার আওতামুক্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে ১লা অগাস্ট থেকে রপ্তানিমুখী শিল্প ও কল-কারখানা চলমান ‘বিধি-নিষেধের আওতা বহির্ভূত’ থাকবে।
গত ২৩শে জুলাই থেকে পুরো দেশে কঠোর লকডাউন আরোপ করা হয় এবং এর আওতায় সরকার সব ধরনের শিল্প ও কল-কারখানা বন্ধ ঘোষণা করে।
তবে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ রপ্তানির স্বার্থে পোশাক কারখানাগুলো খুলে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিল। তবে চলতি সপ্তাহেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা থেকে মালিকদের ওই দাবি নাকচ করে দেয়া হয়।