টংগিবাড়ি সেচ্ছায় রক্তদান সংস্থার ১০০০ ব্যাগ রক্তদান সম্পন্ন।
টংগিবাড়ি প্রতিনিধি –
টংগিবাড়ী স্বেচ্ছায় রক্তদান সংস্থার অধীনে বিনামূল্যে রক্তদান কর্মসূচির আওয়াত ১০০০ ব্যাগ রক্তদান সম্পন্ন হয়।
২০২০ সালের ১৫ই মে সংগঠন এর যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত অসুস্থ ও মুমূর্ষু রোগীর প্রয়োজনে ১০০০ ব্যাগ রক্তদান করা হয়।
সংগঠন এর সদস্য ও স্বেচ্ছায় রক্তদাতারা মুমূর্ষু রোগীর প্রয়োজনে এই রক্তদান করে।
আজ সকাল ১১ টায় একজন রক্তশূন্যতা রোগীকে (বি পজিটিভ) B+ রক্তদানের মাধ্যমে ১০০০ তম রক্তদান সম্পন্ন করেন সংগঠন এর সদস্য অন্তর আহম্মেদ।
এই উপলক্ষে বিকাল ৪ টায় উপজেলা ভূমি অফিস সংলগ্ন সংগঠন এর প্রদান কার্যালয়ে কেক কেটে সংগঠন এর ১০০০ তম রক্তদান উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠন এর সিনিয়র সহ- সভাপতি সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ রাহাত শেখ,উপদেষ্টা শাহিন শেখ, সহ-সভাপতি নাজমুল হাসান,যুগ্ন-সাধারন সম্পাদক আবু বাক্কার শেখ,তানজিল শেখ,মারুফ,সাইফুল,জয়,রাজন,সাকিব,নুরুল আমিন অপু সহ সংগঠন এর অন্যান্য সদস্যবৃন্দ।