২৫ বছর বয়সীরাও করোনা প্রতিরোধ টিকা পাবেন
বেশিসংখ্যক মানুষকে করোনাভাইরাস টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য টিকা নেওয়ার বয়সসীমা আবারো কমিয়েছে সরকার। এখন থেকে ২৫ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশিরা করোনাভাইরাসের টিকা নিতে পারবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে করোনার টিকার নিবন্ধনের সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে গিয়ে দেখা যায়, ‘২৫ বছর ও তদূর্ধ্ব’ বিষয়টি যুক্ত করা হয়েছে।
আগের সিদ্ধান্ত অনুয়ায়ী ৩০ বছর বয়সসীমার নাগরিকেরা টিকার আওতায় ছিলেন। গত ১৯ জুলাই করোনাভাইরাসের টিকা নেওয়ার বয়স ৩০ বছর নির্ধারণ করে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ৫ জুলাই করোনার টিকার বয়স ৩৫ বছর করা হয়।
দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরের দিন করোনার টিকার জন্য নিবন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার।