গফরগাঁওয়ে যশরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারের বরাদ্দকৃত অর্থ লোপাটের অভিযোগ ।
স্টাফ রিপোর্টার ঃ
গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের যশোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত অর্থবছরে রিপিয়ারিং এর জন্য সরকারের বরাদ্দকৃত ২ লক্ষ টাকার কাজ না করে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন
স্কুলের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও নানা অজুহাতে কোন কাজ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছে।
স্কুলের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম সরকারের দেওয়া বরাদ্দের যথাযথ ব্যবহার করেছেন বলে দাবি করেন।
তবে এ দাবীর সাথে বাস্তবের কোন মিল নেই।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন নানা কারণে স্কুলের উন্নয়ন কাজ করা সম্ভব হয়নি।
স্কুলের বরাদ্দকৃত টাকা এক লক্ষ ৭৬ হাজার টাকা আমাদের যৌথ একাউন্টে জমা আছে।
সরকারি বরাদ্দকৃত টাকা ব্যক্তিগত একাউন্টে রাখা যায় কিনা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দেননি।