সরাইলে পিকাপভ্যান ও বিদ্যুৎ উন্নয়ন প্রকৌশলী’র গাড়ি সংঘর্ষ, আহত ৫
মোঃরিমন খান সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকাপভ্যান ও বিদ্যুৎ উন্নয়নে নির্বাহী প্রকৌশলী’র ব্যবহৃত গাড়ি মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন ।
রবিবার (২৫ জুলাই) বিকালে উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যাইনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকালে বিদ্যুৎ উন্নয়নে নির্বাহী প্রকৌশলী’র ব্যবহৃত গাড়ি সরাইল থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে কুট্টাপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে যাওয়া সিলেটগামী একটি পিকাপভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বিদ্যুৎ উন্নয়নের গাড়ি ও পিকাপভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে আহত হন ৫ জন।
লকডাউনে তৃতীয় দিনে দুই চেকপোস্টে দায়িত্বে থাকা সরাইল থানার পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পিকাপভ্যানটি বেপরোয়া গতিতে অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বিদ্যুৎ উন্নয়নের নির্বাহী প্রকৌশলী’র ব্যবহৃত গাড়িটি সাথে সংঘর্ষ হয়। ঘটনার পরপরই পিকাপভ্যানের চালক পালিয়ে গেছে।