কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুর তালিকায় যোগ হলো আরও ১৯ জনের নাম
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১৫ জন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ জুলাই) হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. মেজবাউল আলম বলেন, ‘ কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮৪১ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৯১ ভাগ। শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৫২ জন, কুমারখালীতে ২৬ জন, দৌলতপুরে ৮৯ জন, ভেড়ামারায় ৩০ জন, মিরপুরে ৪৯ জন এবং খোকসায় ১৪ জন।
জেলায় এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৩ হাজার ১৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৫ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫০৪ জন।
এদিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে তার হাসপাতালে করোনাভাইরাস পজিটিভ ১৪৮ জন আর উপর্সগ নিয়ে ৬০ জনসহ মোট ২০৮ জন চিকিৎসা নিচ্ছেন।
গ্রামাঞ্চলে সংক্রমিত রোগীদের অসচেতনতাকে অধিক মৃত্যুহারের জন্য দায়ি করে তিনি বলেন, “তারা আক্রান্ত হয়েও সময়মতো নমুনা পরীক্ষা করছেন না। অনেকেই অক্সিজেন লেভেল একেবারে নিচে ঠেকে গেলে হাসপাতালে আসছেন। তখন আর এসব রোগীদের সবরকম চিকিৎসা দিয়েও রক্ষা করা যাচ্ছে না।”