‘কর্মে ভাস্বর ইতিহাসবিদ ড. আবদুল করিম’ শীর্ষক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
উপমহাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ, একুশে পদকপ্রাপ্ত বাঁশখালীর কৃতিসন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল করিমের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঁশখালী টাইমসের উদ্যোগে ‘কর্মে ভাস্বর ইতিহাসবিদ ড. আবদুল করিম’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা গত ২৪ জুলাই রাত ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে ড. আবদুল করিমের জীবন ও কর্মের উপর আলোচনা করেছেন ড. আবদুল করিমের একান্ত স্নেহভাজন, শিক্ষাসংগঠক মুহাম্মদ মুজিবুর রহমান, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ বশির উদ্দিন আহমদ কনক, ড. আবদুল করিমের কনিষ্ঠপুত্র সৈয়দ আমিনুল ইসলাম।
বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাতের গ্রন্থনা- পরিকল্পনা ও আহসান হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ভার্চুয়াল আলোচনা সভা দেশ-বিদেশের অসংখ্য দর্শক-শ্রোতা উপভোগ করেন।
সভায় বক্তারা বলেন- ‘ড. আবদুল করিম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ। এই জ্ঞানতাপস ব্যক্তিত্ব পেশাগত ও গবেষণাগত সফলতার অর্জনের পাশাপাশি একজন মানবিক, দেশপ্রেমী ও পরোপকারী মানুষ হিসেবে সর্বমহলের কাছে শ্রদ্ধার ও ভালোবাসার পাত্র ছিলেন। বাংলাদেশ ও মুসলমানের ইতিহাস চর্চার দিগন্তে ড. আবদুল করিম এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে অমর হয়ে থাকবেন।
প্রেস বিজ্ঞপ্তি