টঙ্গীবাড়ীতে আওয়ামী লীগ নেতার মাস্ক বিতরণ
টঙ্গীবাড়ী প্রতিনিধি –
বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম সুজন টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রচারণা ও মাস্ক বিতরণ করেন।
সোমবার দিনব্যাপী তিনি এই জনসচেতনতা মূলক কর্মকান্ড করেন।
এই জনসচেতনতার অংশ হিসেবে দিঘিরপার ও বালিগাও গরু-ছাগলের হাটে করোনার ভয়াবহতা সম্পর্কে ক্রেতা,বিক্রেতা সকলকেই সচেতন থাকার নির্দেশ দেন।
রফিকুল ইসলাম সুজন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য।
তার এই মহৎ কাজে অংশ নেন দিঘিরপাড় হাটের ইজারাদার নজির হালদার, বালিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ দোলন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আজগর চঞ্চল বেপারী।
টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল হালদার।