ইঞ্জিনিয়ার তোফাজ্জল আলীর মৃত্যুতে জাসদ সহ বিভিন্ন মহলের শোক
জাসদ সুনামগঞ্জ জেলার সভাপতি, জাসদ কেন্দ্রীয় চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য এনামুজ্জামান চৌধুরীর ছোট বোন রেহেনারা বেগমের ( রুনীর) স্বামী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার তোফাজ্জল আলী (৬৬) গতকাল ১৯ জুলাই, ২০২১ সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল আমিন তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমদ, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন সহ প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে মরহুম ইঞ্জিনিয়ার এর পুত্র ডা. খালেদ ( নিঝুম) জানান, আজ গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে দাফন করা হবে।