মীরসরাইয়ে মুক্তিযোদ্ধার স্ত্রীর জায়গা দখলের অভিযোগ
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::
মীরসরাইয়ে মুক্তিযোদ্ধার স্ত্রীর জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার পুত্র নুরুল করিম। রবিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার অবস্থিত প্রিন্ট এন্ড ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নুরুল করিম লিখিত বক্তব্যে বলেন, আমি মীরসরাই পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ডের জলিল শাহা ফকির বাড়ির আর এস খতিয়ানের ৭৫৩ এবং ৭৫৫ বিএস সম্ভবত ১১১৩ এবং ১১১৪ আমার মা খরিদ সূত্রে মালিক। কিন্তু এলাকার কিছু দুষ্কৃতিকারী লোক মামুন ও তার বাবা এবং স্ত্রী সহ কয়েকজন অপরিচিত লোক সহ ওই সম্পদ থেকে উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন ধরে শারীরিক মানসিক নির্যাতন করে আসতেছে এবং আমার চলাচল রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর ইলিয়াস হোসেন লিটন বলেন, আমি এই বিষয়ে অবগত আছি। আপাতত কাজ বন্ধ রাখার জন্য নিদের্শ দিয়েছি।