সোমবার থেকে শেয়ারবাজারে লেনদেন হবে দুই ঘণ্টা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ লেনদেন চলবে। ব্যাংকের লেনদেন কমিয়ে আনার কারণে শেয়ারবাজারে লেনদেনের নতুন এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, ব্যাংকের লেনদেনের সময়সীমা সীমিত করায় শেয়ারবাজারের লেনদেনের সময়সীমাও সীমিত করা হয়েছে।
নতুন সিদ্ধান্তের ফলে শেয়ারবাজারে সোমবার থেকে লেনদেন হবে দুই ঘণ্টা। এতে বাজারে কেনাবেচার চাপ থাকবে ফলে অতিরিক্ত সূচক পতনের আশঙ্কা কম থাকবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্ট।