পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফাইনান্স লিমিটেড ২০১৯ সালের জন্য দুই শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক তুহিন রেজা।
উল্লেখিত (২০১৯) বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৬ টাকা, যা আগের বছর (২০১৮) ছিল -৩.৪৯ টাকা।
এছাড়া গতকাল কোম্পানির ২০২০ সালের আর্থিক প্রতিবেদন বিবেচনা করে লভ্যাংশ ঘোষণার কথা থাকলেও তা স্থগিত করা হয়।
শিগগিরই নতুন বোর্ড মিটিংয়ের তারিখ জানানো হবে বলে জানিয়েছে কোম্পানি সূত্র।