বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ কেন্দ্রীয় কমিটি,ঢাকা মহানগর উত্তর,ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক বিপ্লব শরীফের নেতৃত্বে সাংস্কৃতিক লীগের নেতা-নেত্রী ও ঢাকা জেলা,মহানগর উত্তর, দক্ষিণের নেতৃবৃন্দদের নিয়ে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগের নেতৃবৃন্দ।
পরবর্তী দুপুরবেলায় বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ (বিএফডিসি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ সাংস্কৃতিক লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষে সুদীপ দেবনাথ রিমন ও নেতানেত্রীবৃন্দ।