সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর ও বর্তমান নির্বাহী পরিচালক (ইডি) মো. শাহ আলমের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
একই সঙ্গে এসকে সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মো. শাহ আলমের দুই স্ত্রী শাহীন আক্তার শেলী ও নাসরিন বেগম এবং তাদের সন্তানদের ব্যাংক হিসাবও চাওয়া হয়েছে।
২২ ফেব্রুয়ারি এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল থেকে পাঠানো এক চিঠি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পৌঁছেছে। এর আগে গত বৃহস্পতিবার এনবিআর এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়েছে।