একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় শেখ ফজলে ফাহিম এ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট মো. নিজাম উদ্দিন রাজেশ, ডিরেক্টর সুজিব রঞ্জন দাস ও মো. মুনির হোসাইন এ সময় উপস্থিত ছিলেন।