অনুষ্ঠানে সাধারণ মানুষের ঢল
গাজীপুর জেলা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি প্রয়াত এডভোকেট ফজলুল কাদেরের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার উজলী দিঘীরপাড় স্কুল মাঠে দলীয় নেতা ও কর্মীথকদের আয়োজনে প্রয়াত এডভোকেটের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় মানুষের উপস্থিতি ছিলো চোখে পরার মত।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন এডভোকেট ফজলুল কাদের। আইন পেশায় দক্ষতার প্রতিক হিসাবে অর্জন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কোর্টের স্পেশাল পিপি। রাজনীতিতেও হেভিওয়েট নেতারদের কাতারে জায়গা করে নিয়েছিলেন তিনি।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। ছিলেন একজন লড়াকু সৈনিক। দায়িত্ব পালনে ছিলেন অত্যন্ত কর্তব্যপরায়ণ।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগ সভাপতি শাখাওয়াত হোসেন প্রধান, সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমদ সেলিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান শরীফ মো. ওয়াহিদ ও স্থানীয় ইউনিয়নের দলীয় সভাপতি এম এ জলিল প্রমূখ।
এছাড়া জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কোর্টের স্পেশাল পিপি এডভোকেট মো. ফজলুর কাদেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, স্মৃতিচারণ ও সকলের কাছে দোয়া কামনা করেন।
এসময় পরিবারের পক্ষথেকে তার বড় ছেলে শেখ কামরুল হায়দার সংগ্রাম বলেন, আমার বাবা সবসময় আপনাদের জন্য কাজ করেছেন। আপনাদের পাশে থেকেছেন। তিনি চলার পথে কারো সাথে অন্যায় করে থাকলে আপনারা দয়া করে সবাই ক্ষমা করে দিবেন। আমার বাবা যেমন আপনাদের পাশে ছিলেন আমি চাই আপনারাও আমাদের পাশে থাকবেন। পরি শেষে বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও সকলের কাছে দোয়া চেয়েছেন।