হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, হামদর্দের সমৃদ্ধি বাড়লে বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য খুলে যাবে সেবার অফুরন্ত দরজা।
মঙ্গলবার সকালে রাজধানীর বাংলামটরে হামদর্দের প্রধান কার্যালয়ে আয়োজিত হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর মেডিকেল ও বিক্রয় প্রতিনিধিদের প্রাথমিক প্রশিক্ষণ সমাপনী ও নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন,সময়ের পরিক্রমায় হামদর্দ আজ শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বাংলাদেশের মানুষের কাছে আস্থার প্রতিকে পরিণত হয়েছে। এই আস্থা ও বিশ্বাস ধরে রাখতে নিরলস পরিশ্রম করে যেতে হবে।
প্রতিষ্ঠানটির পরিচালক (বিপণন) মো. শরীফুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন,প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লী মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক (প্রটোকল এ্যান্ড লিগ্যাল এ্যাফেয়ার্স) মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অবসরপ্রাপ্ত), পরিচালক (মানবসম্পদ উন্নয়ন) ডা. হাকীম নার্গিস মার্জান।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র এবং সেরাকর্মীদেরকে উপহার প্রদান করা হয়।